তোমার ঘরে বসত করে কয় জনা | Tomar Ghore Boshot Kore Koy Jona | Lyrics| Zahid Ahmed


তোমার ঘরে বসত করে কয় জনা | Tomar Ghore Boshot Kore Koy Jona | Lyrics| Zahid Ahmed

তোমার ঘরে বাস করে কয় জনা ও মন জান না,
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
এক জনায় ছবি আঁকে এক মনে, ও রে মন
আরেক জনায় বসে বসে রংমাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা,কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমর ঘরে বসত করে কয় জনা

তোমার ঘরে বাস করে কারা ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না

রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা


Related Tags

তোমার ঘরে বসত করে কয়জনা লিরিক্স
তোমার ঘরে বসত করে কয়জনা MP3 Download
তোমার ঘরে বসত করে কয়জনা অর্থ
তোমার ঘরে চুরি করে কয়জনা

Post a Comment

0 Comments