বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না
শিরোনামঃ দেয়ালে দেয়ালে
কন্ঠঃ মিনার রহমান
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুরঃ মিনার রহমান
সঙ্গীতঃ ইমন চৌধুরী
টেলিফিল্মঃ তোমার আমার প্রেম
Related Tags
deyale deyale song download
deyale deyale lyrics
deyale deyale bangla natok
deyale deyale chords
deyale deyale mp4 download
deyale deyale lyrics in bengali
deyale deyale video song download
minar rahman song deyale deyale
0 Comments